
নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, “যদি আওয়ামী লীগকে ভোটে আনা না যায়, জাতীয় পার্টিকেও বাদ দিয়ে দেয়া হয়—তাহলে সেটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট নির্বাচনের একটি হবে। এমনকি ২০১৪ সালের নির্বাচনের চেয়েও খারাপ হতে পারে।”
সম্প্রতি এক টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।
শামীম হায়দার বলেন, “যখন জামায়াতে ইসলামীকে ব্যান করা হল, তখন তাদের নাম উচ্চারণ করাটাও ছিল একধরনের অপরাধ। কিন্তু জাতীয় পার্টি তখনই স্পষ্টভাবে বলেছিল, জামায়াতকে ব্যান করা ঠিক হয়নি।”
তিনি আরও বলেন, “২০১৪ সালে যখন একতরফা ভোট হলো, আমি এবং জিএম কাদের স্পষ্টভাবে বলেছিলাম, এই ভোটে সরকার থাকা ঠিক হবে না। তিন থেকে ছয় মাসের মধ্যে নতুন নির্বাচন দিতে হবে—আমরা বলেছিলাম, কিন্তু কেউ শোনেনি।”
জাতীয় পার্টির মহাসচিব বলেন, “আমরা তখন যেমন বলেছিলাম, একতরফা নির্বাচনের সরকার দেশে টিকবে না, এখনো তাই বিশ্বাস করি। অনেক দল হয়েছে, কিন্তু তারা জাতীয় দল হতে পারেনি। এনসিপি, গণঅধিকার পরিষদ কিংবা ইসলামিক দলগুলো—জামায়াত ছাড়া কেউ জাতীয় পর্যায়ে পৌঁছাতে পারেনি।”
তিনি আরও বলেন, “দেশে একটি বিপ্লব হয়েছে, আন্দোলন হয়েছে, অনেক মানুষ প্রাণ হারিয়েছে—এর পেছনে একটি প্রেক্ষাপট রয়েছে। কিন্তু দেশের বৃহৎ দুটি দল—বিএনপি ও আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন হয়, তাহলে সেটি দেশের জন্য হবে দুর্ভাগ্যজনক একটি অধ্যায়।”

নিজস্ব প্রতিবেদক 









