
এ কান্না শুধু অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর নয়
এ কান্না ছয় লক্ষ হৃদয়ের;
এ কান্না জুলাই–আগস্টের রাস্তায়
ছুটে চলা ছাত্র, শিক্ষক, জনতার।
তাই আজ স্কুলের মাঠে বাতাস থেমে আছে,
কলমগুলো নীরব, ব্ল্যাকবোর্ডে জমে আছে ধুলো।
আমরা শিক্ষক
আমরা জন্ম দিই আলোক
তবু বাঁচি অন্ধকারে।
আমরা জাগাই জাতি
তবু পেটের ক্ষুধায় জেগে থাকি রাতভর।
আমাদের দাবিগুলো ভিক্ষা নয়
এ আমাদের পরিশ্রমের প্রাপ্য,
এ আমাদের ন্যায়ের অধিকার।
আমরা দুঃখিত,
কারণ ন্যায় এখন সংখ্যার খাতায় হারিয়ে গেছে।
আমরা লজ্জিত,
কারণ আলোর সন্তানরাও আজ ক্ষুধার কাছে নতজানু।
আমরা অপমানিত,
কারণ শিক্ষা আজ বাজারে খুব সস্তায় বিক্রি হয়।
মনে রেখো, আমাদের কান্না কেবল অশ্রু নয়
এ এক আগুনের স্রোত,
যে আগুন জ্বলে উঠবে অন্যায়ের দেওয়াল ভেদ করে।
আমরা শিক্ষক
আমরা মহানবীর সা. উত্তরাধিকারী।
আমাদের আগুন নিভে গেলে
এই জাতির ভবিষ্যতও অন্ধকারে হারিয়ে যাবে।
আজ যে কান্না আপনারা দেখতে পেলেন
এই কান্না বিদ্রোহের ধ্বনি,
এই অশ্রু আলোর আহ্বান।
আমরা ভিক্ষা চাই না
আমরা ন্যায্য অধিকার চাই, সম্মান চাই,
আর চাই রাষ্ট্র যেন আমাদের প্রার্থনাকে রূপ দেন
দীর্ঘ প্রতিশ্রুতির সফল বাস্তবায়নে।

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ 















